রক্তের ঋণ–ফারুক আহম্মেদ জীবন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ , ২ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
আজ ২১শে ফেব্রুয়ারী
আজ চির স্মরণীয় বেদনা পূর্ণ সেই দিন,
এইদিনে বাংলা মাতৃভাষার দাবিতে
ভাষা আন্দোলনে জীবন উৎসর্গ করে
বুকের তাজা রক্ত বিলিয়ে রাজপথে
বাংলার অকুতোভয় ভাষা শহীদেরা যে
আমাদের করেছে রক্তের ঋণ।
তোমরা আমাদের ভাই…
এভাবেই চির অম্লান রবে ও নাম তাই,
আমরা তোমাদের ভুলিনি,
ভুলবোনা কভু রবে ইতিহাসের পাতায়।
এভাবেই নিবেদিত প্রাণে
বহু যুগপৎ ধরে অতি বিনয়ের স্বরে
গভীর বিনম্র শ্রদ্ধা আর
প্রাণ নির্যাস শীত ভালবাসার পুষ্প মাল্যে
ভক্তি সম্মানে স্মরণ করবো চিরদিন।
আপনার মন্তব্য লিখুন