শহীদ শেখ মেজবাহ উদ্দিন মোঃ ফারুক স্মরণে আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ , ২২ জুন ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতিনিধি : ১৯৭১’এর মহান মুক্তিযুদ্ধে শহীদ শেখ মেজবাহ উদ্দিন মো. ফারুক -এর ৫২ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২২ জুন বৃহস্পতিবার সরাইল ইতিহাস পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সরাইল উপজেলার আঁখিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ মহিউদ্দিন মুশতাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সরাইল ইতিহাস পরিষদের সভাপতি শাহ শেখ মজলিশ ফুয়াদ।
আঁখিতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ মোদারছের আহমেদের সঞ্চালনায় আলোচনা করেন আবু তাহের মাস্টার, মোঃ মাজেদুর রহমান,প্রাক্তন ইউপি সদস্য লুৎফর রহমান, সরাইল ইতিহাস পরিষদের যুগ্ম সম্পাদক শাহীনুর মৃধা প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ শেখ মেজবাহ উদ্দিন মো. ফারুক এর দেশ প্রেম এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং তার নানা অবদানের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুর রহমান ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মহিবুল্লাহ ।
আপনার মন্তব্য লিখুন