শাহবাজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিনিধি॥শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে শিশুদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। কিন্ডার গার্টেরন উন্নয়ন সংস্থার উদ্যোগের এ মেধা বৃত্তি প্রদান করা হয়। জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে রাইজিং সান একাডেমী স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষানুরাগী মোঃ আবুল কাশেম দানা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১০নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজীব আহমেদ রাজ্জী। ইকরা কিন্ডার গার্টেন এর পরিচালক আবু ছাদেক সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য হলি চাইল্ড কিন্ডার গার্টেন’র পরিচালক নূরে আলম সিদ্দিকী, সমাজ সেবক এ.কে.এম. বাবুল হক, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বদেশ চন্দ্র দেবনাথ। মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। টেলেন্টপুল গ্রেডে ৫১জন, সাধারণ গ্রেডে ২৫জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন