শিল্পী নাজমা কবিরের একক চিত্র প্রদর্শনী আগামীকাল
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ , ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
‘লাভ ফর নেচার: আ সেলিব্রেশন অফ প্যাশন’ শিরোনামে উদীয়মান শিল্পী নাজমা কবিরের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে । আগামীকাল শনিবার ( ১৮ নভেম্বর ) বিকাল ৫:৩০ টায় রাজধানীর উত্তর বাড্ডায় অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টস এ চিত্র প্রদর্শনী উদ্বোধন হবে।
চিত্র প্রদর্শনীটি দুই সপ্তাহব্যাপী চলবে । শিল্পীর সর্বমোট ৬২টি জলরং ও অ্যাক্রিলিক চিত্রকর্ম শোভা পাবে।
আপনার মন্তব্য লিখুন