শেকড়ের বন্ধনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ , ১৩ জুন ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
প্রিয় বন্ধুদের সংগে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে
ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবী সংগঠন শেকড়ের বন্ধনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ
আল আমীন শাহীন : উদার ভালোবাসা আর নিবিড় হৃদ্যতায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সংগঠন শেকড়ের বন্ধন এর উদ্যোগে বুধবার ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ জেলার মাধবপুরের চা বাগানের উপত্যকায় রসুলপুর নামক স্থানে সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ ভ্রমণ, বনভোজন আড্ডা,ঐতিহাসিক স্থান পরিদর্শন মাজার জিয়ারত, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল আটটায় ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জ জেলার উদ্দেশ্যে সংগঠনের বন্ধুরা রওনা দেয়। রসুলপুর রিজিক এগ্রো তে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ আনোয়ার হোসেন লিটন। দোয়ায় প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং অসুস্থদের জন্য দোয়া করা হয়। পরে বিভিন্ন ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারত করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ সাজ্জাদ। প্রারম্ভিক বক্তব্য রাখেন আবু কালাম মুন্সী মমিনুল ইসলাম ,আলীমাউন পিয়াস। সবাইকে স্বাগত জানান রিয়াজ উদ্দিন বাপ্পি।আল আমীন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংগঠনের সদস্য জসিম উদ্দিন রিপন, আবু শামীম আরিফ (ভিপি শামী) নজির উদ্দিন আহমেদ, মোহাম্মদ আজিম, আসাদুজ্জামান শাহিন, জহিরুল ইসলাম লিটন ভিপি লিটন , আরমান উদ্দিন পলাশ , কামাল আহমেদ মোঃ রিপন ,মইনুল ইসলাম, আল আমিন শাহিন এবং পীযুষ কান্তি আচার্য কে সম্মাননা প্রদান করা হয় ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আশরাফ পিকো , আবু আবদুল্লাহ স্বপন, আল আমীন শাহীন , সঙ্গীত পরিবেশন করেন মোঃ সোহেল আলী মাউন পিয়াস, সৈয়দ মাশরুল,জাকিয়া আরফিন প্রমুখ। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সৈয়দ রিয়াজউদ্দিন আহমেদ বাপ্পী।
আপনার মন্তব্য লিখুন