সরাইলে কাভার্ডভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ , ২৪ মে ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেরতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত জিসানের বাড়ি মুন্সিগঞ্জ জেলা সদরের বলে জানা গেছে। খাঁটিহাতা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে একটি কাভার্ডভ্যান সিলেটে যাচ্ছিল। পথিমধ্যে বেরতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কাভার্ডভ্যানে থাকা জিসান নামের এক তরুণ নিহত হয়। তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর তার পরিবারের সদস্যরা হাইওয়ে থানায় আসে। তাদের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য লিখুন