সরাইলে ৩০ কেজি গাঁজা ফেলে পালালো পাচারকারীরা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ , ১ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেআরিফুল ইসলাম সুমন: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকা থেকে ৩০ কেজি গাঁজা সহ একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর সাড়ে পাঁচ’টার দিকে মহাসড়কে ধাওয়া করে পুলিশ এসব উদ্ধার করে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে সরাইল থানার ওসি শাহাদাত হোসেন টিটু’র নেতৃত্বে সহকারী দারোগা মো. এনামুল হক ও মো. আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় অবস্থান নেন। ভোরে মাদক বহনকারী পিকঅাপ ভ্যানটি মহাসড়কে ঘটনাস্থলে পৌঁছলে, পুলিশের সিগনাল অমান্য করে এটি দ্রুত ঢাকার দিকে রওয়ানা হয়। এতে পুলিশ ধাওয়া করলে কিছু দূর যাওয়ার পর মাদকবাহী যানটি মহাসড়কে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।
আপনার মন্তব্য লিখুন