নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      সোমবার ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ , ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোকতাদিরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

খোঁজ নি‌য়ে জানা গেছে, গত ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মোকতাদির ও তার স্ত্রীসহ ৩৫০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, ২৫ অক্টোবর  ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মোকতাদিরসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২৪০ জন নেতাকর্মীর নামে নাশকতা ও বিষ্ফোরক আইনে মামলা করা হয়েছে।  ২০২১ সালে হেফাজতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

২০১৮ সালে বিএনপির নেতা খালেদ হোসেন মাহবুবের গাড়িবহরে হামলার ঘটনায়ও মোকতাদিরসহ ১৬৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক  এই মন্ত্রী আত্মগোপনে ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন
অনুবাদ করুন »