সার্ভার জটিলতায় আখাউড়া ইমিগ্রেশনের কার্যক্রম ব্যাহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সার্ভার জটিলতায় ৬ ঘন্টা ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ সময় ভারত -বাংলাদেশের যাত্রী পারাপার বন্ধ থাকে। এতে তীব্র গরমে সীমাহিন দুর্ভোগে পড়ে প্রায় সাড়ে তিনশ যাত্রী। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে হঠাৎ করে সার্ভারে জটিলতা দেখা দেয়ায় বন্ধ হয়ে পড়েছিল ইমিগ্রেশন এর কার্যক্রম। পড়ে বেলা সাড়ে ১২ টার দিকে ম্যানুয়েল পদ্ধতিতে দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রাখা হয়েছে।
আখাউড়া ইমিগ্রেশন সূত্র জানায়, সকাল ছয়টায় ইমিগ্রেশন কার্যক্রম শুরু হওয়ার পাঁচ মিনিটি পর থেকে সার্ভার জটিলতা দেখা দেয়। এতে বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা পারাপার করতে পারে নি। এ সময় ভারত থেকে আসা বাংলাদেশী যাত্রীরাও আটকা পড়েন।
জেলা পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন জানান, সার্ভারের কার্যক্রমটি ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে। সমস্যার বিষয়টি উধ্বর্তন কৃর্তপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সার্ভারের ত্রুটি সারিয়ে তুলতে কাজ চলমান রয়েছে। তবে দুপুরের পর থেকে ম্যানুয়েল পদ্ধতিতে ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে দু’ দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আপনার মন্তব্য লিখুন