সাহিত্য একাডেমির আয়োজনে সাইফুল ইসলাম রিপনের শোকসভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ , ৫ নভেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেনুসরাত জেরিন : সাহিত্য একাডেমির আয়োজনে তরুণ ছড়াকার, বাচিকশিল্পী, নাট্যকর্মী, চিত্রশিল্পী, সংগ্রাহক ও প্রগতিশীল সংস্কৃতি চর্চার অন্যতম সক্রিয় সংগঠক সাইফুল ইসলাম রিপনের অকাল প্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর মাঠে কবি জয়দুল হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমি সাধারণ সম্পাদক নুরুল আমিন। সভার শুরুতে সাইফুলের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোকসভায় বক্তারা বলেন, সাইফুল ইসলাম রিপন অনেক গুণেই গুণান্বিত ছিলেন, সাইফুলরা পৃথিবীতে একবারই আসে। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল যা পূরণ হবার নয়।
শোকসভায় সোহেল আহাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কবি শামসুদ্দিন আহমেদ, সাহিত্য একাডেমির পরিচালক নন্দিতা গুহ, পরিচালক ফারুক আহমেদ ভূইয়া, সহসভাপতি মানিক রতন শর্মা, সম্পাদক মন্ডলীর সদস্য জামিনুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য নেলী আক্তার, সম্পাদক মন্ডলীর সদস্য নাইমুর রহমান কবি আবদুর রহিম, স্বদেশ গ্রন্থাগারের সভাপতি কবি আমির হোসেন, কবি এম. এ হানিফ, শিরিন আক্তার, নোঙর ব্রাহ্মণবাড়িয়া সভাপতি শামীম আহমেদ ও সম্পাদক খালেদা মুন্নী, উদীচীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহসভাপতি ডা. অরুণাভ পোদ্দার, নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল) মোঃ মনির হোসেন, আবরনী এর নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ, অধ্যপাক শেখ মোঃ জাহাঙ্গীর, রিপন দেবনাথ, নাগর হান্নান, রুবেল আহমেদ, তিতাস আবৃত্তি সংগঠনের সদস্য আশিকুজ্জামান প্রমূখ।
আপনার মন্তব্য লিখুন