সুলতানপুরে ট্রাক চাপায় নিহত ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ , ১৯ জুলাই ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেপ্রতিবেদক : কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুরের রাধিকা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষে নজরুল ইসরাম নামক একজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে আখাউড়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছিল। এসময় সিএনজিটি সদর উপজেলার সুলতানপুরের রাধিকা নামক স্থানে একটি দাঁড়িয়ে থাকা পিক আপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা নজরুল ইসলাম ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, নিহত নজরুল বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্লান্ট অপারেটরের কাজ করতেন।
আপনার মন্তব্য লিখুন