স্থগিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি।
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ , ৭ জুন ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেপ্রতিবেদক:পুর্বঘোষিত ৮ জুন থেকে শুরু হতে যাওয়া অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সোমবার (৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় পুর্বঘোষিত ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি এবং প্রথম বর্ষ (সম্মান) প্রফেশনাল অনলাইন ভর্তি কার্যক্রম পরবতী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম ও নিদের্শনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন