“স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সায়মন ওবায়েদ শাকিল : শোকের মাস আগষ্ট কর্মসূচীর শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে ১৯ আগষ্ট সোমবার শ্রীঘর দারুল আরকাম (ইবতেদায়ী) মাদ্রাসায় “স্বপ্নের যাত্রা”মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “আগামী বছর যদি এই রকম গরম না চান,তাহলে এই বছর অন্তত পাচঁটি করে গাছ লাগান” এই শ্লোগানকে সামনে রেখে “স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের পক্ষ থেকে “বৃক্ষরোপণ কর্মসূচী” ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচী ও আলোচনা সভাটি “স্বপ্নের যাত্রা”মানবকল্যাণ সংগঠনের সভাপতি সায়মন ওবায়েদ শাকিলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রীঘর দারুল আরকাম (ইবতেদায়ী) মাদ্রাসার দাতা সদস্য আলহজ্ব এ জেড ইমাম রাজা, তরুণ সংগঠক ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক পনি চৌধুরী, পার্থ গোপ এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সোহেল আহমেদ। বক্তব্য রাখেন পোগ্রাম সমন্বয়কারী রুবেল আহমেদ,উজ্জ্বল আহমেদ, নাঈমুর রহমান,আরজান আহমেদ,শাকিল মিয়া।
এ সময় মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
আপনার মন্তব্য লিখুন