হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের উদ্যোগে ক্রিকেট বিশ্বকাপ প্রেডিকশন-২০১৯-এর পুরস্কার বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সায়মন ওবায়েদ শাকিল : হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের উদ্যোগে “খেলুন গড়–ন,সুস্থ দেহ সুন্দর মন” এই শ্লোগানে ক্রিকেট বিশ^কাপ প্রেডিকশন-২০১৯-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ফারুকী পার্কে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন রেডক্রিসেন্ট এর সাবেক সদস্য আজিজা সোপান, নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন।
অনলাইন ভিত্তিক এইসংগঠনের খালেদ হাসান আজাদ এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন এডমিন এনামুল এনামুল হক রিমন।
অন্যান্যের মধ্যে ছিলেন মডারেটর জুনাইদ ভ’ইয়া,মাজহারুল ইসলাম আরাফ, মাইদুল হক,ফারহানা ঝিনুক,রাখি প্রমুখ। পরে প্রেডিকশনে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সংগঠনের লগো খচিত টি শার্ট বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন