২১শে ফেব্রুয়ারী–জাহিদুল ইসলাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ , ২ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
২১শে ফেব্রুয়ারী তোমারই জয়গান করি
বুকের মাঝে শহীদের স্মৃতি ধরি,
বাংলার বুক হয়েছে গৌরব।।
ভাষার জন্য জীবন দিয়েছে যারা,
এই বাংলা মায়ের বুকে স্বরণীয় হয়ে আছে তাঁরা।
বাংলার গৌরব বয়ে এনেছে, হয়নি দিশেহারা।
২১শে ফেব্রুয়ারী তোমারই জয়গান করি।
৫২ এর ভাষা আন্দোলনে এনেছে যারা মুক্তির বার্তা।
অ আ ক খ বাংলা বর্ণমালার তাঁরাই কর্তা।
সালাম,রফিক,বরকত,জব্বার সহ
নাম না জানা আরও কত বীর যোদ্ধারা
ভাষার জন্য জীবন দিয়ে,শহীদ হয়েছে তাঁরা।
এই বাংলার বুকে,বাংলা ভাষাকে করেছে মুক্ত।
৫২ এর ছাত্রজনতা তোমাদের জয়গান করি।
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী
দৃঢ় প্রতিজ্ঞায় করেছে আন্দোলন,
দুর্গম পথ দিয়েছ পাড়ি।
উর্দু করোনি রাষ্ট্র ভাষা,জীবন দিয়েছ বিলিয়ে
রাজপথে জড় হয়েছ ছাত্র জনতা মিলিয়ে।
পিচঢালা ওই রাস্তাটা হয়েছে রক্তে রঞ্জিত,
বাংলার বুকে তবুও একেছো চারুকলার মানচিত্র।
২১শে ফেব্রুয়ারী তোমারই জয়গান করি।
অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত করেছ মুক্তিকামী চেতনা।
ভুলিব কেমনে ভাষা শহীদদের আত্মত্যাগের বেদনা।
হাজার সালাম জানায় আমি লাখো শহীদের চরণে।
খালি পায়ে আসিব ২১শে বীর শহীদের বরণে।
আপনার মন্তব্য লিখুন