২১ আগস্ট গ্রেনেড হামলার নৈপথ্য কুশীলবদের বিচারের আওতায় আনতে হবে-বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , ২১ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, দেশ থেকে হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতির মূল উৎপাটন করতে হলে ১৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত সকল হামলা ও ষড়যন্ত্রের দেশী ও বিদেশী শক্তির কুশীলবদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তিনি গতকাল জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচীর আওতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে পৌর আওয়ামীলীগ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এই আহবান জানান।
পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোসলেম মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন, মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, ত্রান বিষয়ক সম্পাদক শেখ মোঃ আনার, কৃষি বিষয়ক সম্পাদক আফজাল হোসেন চৌধুরী নিছার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহসভাপতি আবেদুর রহমান দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, জামাল উদ্দিন শরিফ, সাংগঠনিক সম্পাদক আঃ সাত্তার, আলহাজ্ব সাইফুল ইসলাম খান রনি, দপ্তর সম্পাদক আশিকুর রহমান পাঠান সোহাগ, জেলা কৃষকলীগ সভাপতি ছাদেকুর রহমান শরিফ, শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলালউদ্দিন আলাল, জেলা যুবলীগের সহ সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, ৩নং সাধারণ সম্পাদক খবির উদ্দিন, ৫নং সভাপতি রফিকুল ইসলাম দুলাল, ৪নং সভাপতি মিজান আনছারী, ৬নং সভাপতি হিরণ মিয়া, ৭নং ডাঃ ইয়াকুব আলী, ৮নং সাধারণ সম্পাদক সাজ্জাদুল করীম, ৯নং আশরাফ খান আশা, ১০নং সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আনোয়ার হোসেন সোহেল।
আপনার মন্তব্য লিখুন