৫ হাজার কর্মহীনের মধ্যে খাদ্য বিতরণ করেছেন হাজী মাহমুদুল হক ভূইয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ , ২ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ৫ হাজার মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী মাহমুদুল হক ভূইয়া। শনিবার সকালে পৌর এলাকার পূর্ব পাইকপাড়া হুমায়ূন কবির পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এই খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।এ সময় মাহমুদুল হক ভূইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর অনুপ্রেরণা এবং সামাজিক দায়িত্ববোধ থেকেই তিনি কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি বলেন, পৌর সভার ১২টি ওয়ার্ডের ৫ হাজার অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করবেন।
আপনার মন্তব্য লিখুন