নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
আকতার হোসেন ভুইয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার চাতলপাড় ইউনিয়নের খাগালিয়া ও গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে। উপজেলার খাগালিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে সিয়াম(৪) ও চিতনা গ্রামের প্রবাসি ফারুক মিয়ার ছেলে মঈন মিয়া(৫)। পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, সিয়াম খেলতে গিয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুজির পর বিকালে তাদের লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। অন্যদিকে মঈন মিয়া বাড়ির পাশে বাঁেশর সাঁেকা পাড় দিয়ে খালের পানিতে পড়ে মারা যায়। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন