নাসিরনগরে তিন দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ , ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেসায়মন ওবায়েদ শাকিল: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার” এ শ্লোগানকে সামনে রেখে ১৮ জুলাই বৃহস্পতিবার বর্ণ্যাঢ্য র্যালি,আলোচনা সভার মধ্যে দিয়ে নাসিরনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । বৃক্ষ মেলার উদ্বোধন ঘোষণা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
আলোচনা সভাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় করের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফয়েজ আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃঅভিজিৎ রায়,প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক প্রমূখ।
আলোচনা সভা শেষে মেলায় উপস্থিত কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিরতণ ও উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করা হয় ।
এই বছরের বৃক্ষমেলায় বিভিন্ন উপজেলা থেকে আগত ফলদ বনজসহ বিভিন্ন প্রজাতির ১০টি স্টল অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য লিখুন