হাজী সামছুল হক ভূইয়ার দাফন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ , ২১ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার বাসিন্দা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পৌর এলাকার ভাদুঘর ডিএস কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ঠিকাদার হাজী সামসুল হক ভূইয়া ওরফে কনু ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)।
গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় কাজীপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বুধবার বাদ জোহর কাজীপাড়া জেলা ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বাদ আছর পৌর এলাকার ভাদুঘর শাহী মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জেলা ঈদগাহ মাঠের নামাজে জানাযায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সর্ংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এদিকে প্রবীণ আওয়ামীলীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
আলহাজ্ব সামছুল হক ভূইয়ার মৃত্যুতে
মাহমুদুর রহমান জগলুর শোক
বিশিষ্ট মুরুব্বী কাজীপাড়ার অধিবাসী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ, ভাদুঘর ডিএস কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারী, বিশিষ্ট ঠিকাদার ও প্রখ্যাত সমাজসেবক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী মাহমুদুল হক ভূইয়ার পিতা, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব সামছুল হক ভূইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ বিবৃতি দিয়েছেন জাতির জনক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল রহমান জগলু। তিনি এক বিবৃতিতে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি
আপনার মন্তব্য লিখুন