ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ , ২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিনিধি: আতঙ্ক ছড়াবেন না,আতঙ্কিত হবেন না,ডেঙ্গু প্রতিরোধযোগ্য ,শেখ হাসিনার নির্দেশে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ এ প্রতিপাদ্যকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার হলরুমে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড কেয়ার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী ঘাটুরার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ শওকত হোসেন ।এ সময় প্রধান আলোচক ছিলেন ইউনাইটেড কেয়ার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী ঘাটুরা ব্রাহ্মণবাড়িয়ার অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুর রাকিব। ডাঃ আব্দুর রাকিব দিকনির্দেশনা দেন কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায় এবং এর করনীয় কি।উল্লেখ্য ইউনাইটেড কেয়ার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজী ঘাটুরা ইতিমধ্যে জেলার বিভিন্ন স্কুল কলেজ,হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ড্ঙ্গেু প্রতিরোধে সচেতনতা সভা সহ বাল্য বিবাহ ও ইভটিজিং রোধে কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনার মন্তব্য লিখুন