“উবায়দুল মোকতাদির ক্রিকেট একাডেমী” উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ , ২৪ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
মনকে সুস্থ রাখতে হলে যেমন বিনোদনের প্রয়োজন তেমনি স্বাস্থ্যকে সবল রাখতে হলে ক্রীড়ার প্রয়োজন–বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ,সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন ক্রীড়া স্বাস্থ্যের একটি উৎস। তিনি বলেন মনকে সুস্থ রাখতে হলে যেমন বিনোদনের প্রয়োজন তেমনি স্বাস্থ্যকে সবল রাখতে হলে ক্রীড়ার প্রয়োজন। ২৪ আগষ্ট শনিবার সাড়ে ১১টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের ফেবিলিয়নের ৩য় তলায় ব্রাহ্মণবাড়িয়া গণমানুষের নেতা উন্নয়নের রূপকার যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর’র নামে “উবায়দুল মোকতাদির ক্রিকেট একাডেমী” এর শুভ উদ্বোধনকালে একথা বলেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর সভাপতিত্বে তিনি আরো বলেন ক্রিকেট খেলা যখন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পরিচয় ছিলনা তখন ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট এর সুনাম ছিল। বিশিষ্ট সাংবাদিক প্রভাষক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ আবুল কাশেম, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ আসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির ব্যক্তিগত সহকারী এ.এইচ মাহবুব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আল মামুন, আব্দুস সাকির ছোটন, শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাজমুল হক সেলিম, মহিম চৌধুরী, মোঃ আজিম, সাইফুল ইসলামসহ ছাত্র তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
আপনার মন্তব্য লিখুন