বিষ্ণুপুরে আলোর সিঁড়ি সংগঠনের রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সানিউর রহমান : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুরে আলোর সিঁড়ি সেবা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্ত গ্রুপ পরীক্ষা ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিষ্ণুপুর পূর্বাচল কলেজে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন পূর্বাচল কলেজের প্রতিষ্ঠাতা মাহমুদুল হক সরকার। কলেজের অধ্যক্ষ কামরুল হাসান সোহাগ এর সভাপেিতত্ব বিশেষ অতিথি ছিলেন নতুনমাত্রার সম্পাদক আল আমীন শাহীন,অতিথি ছিলেন রেডক্রিসেন্ট এর প্রাক্তন সংগঠক আজিজা সোপান, রেডক্রিসেন্ট এর উপ যুব প্রধান সাহেদুল ইসলাম অপু, সংগঠক রেদওয়ান আহমেদ আনসারী,নাসির উদ্দিন সরকার, সংস্কৃতি সেবী ফাহিম মুনতাসির, রিয়াজুল মোর্শেদ মোয়াজ,রাকিবুল হাসান, নাইমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আলোর সিঁড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সানিউর রহমান, সমন্বয় করেন মুজিবুর রহমান,জাবের আহমেদ, শরীফ আহমেদ। কর্মসূচীতে শতাধিক স্বেচ্ছাসেবীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। সভায় বক্তারা রক্তদানের উপর গুরুত্বারোপ করে মানবিক এই কাজে স্বেচ্ছাসেবীদের ভ’মিকা রাখার জন্য আহবান জানান।
আপনার মন্তব্য লিখুন