বাংলাদেশকে আন্তরিকভাবে ভালবেসে উন্নয়নে সবাইকে কাজ করতে হবে-মিজানুর রহমান চৌধুরী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
শাহাদাত হোসেন সোহেল ॥ লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশকে আন্তরিকভাবে ভালবেসে দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে । তিনি বলেন, দেশের নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের মনে দেশ প্রেম সৃষ্টিতে সকলের ভ’মিকা প্রয়োজন। লাভ বাংলাদেশ মা মাটি মানুষের প্রতি ভালবাসা সৃষ্টির জন্যই কাজ করছে।
গতকাল শনিবার লাভ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় ক্রাউন চাইনিজ এন্ড রেষ্টুরেণ্টে অনুষ্ঠিত সভায় ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি হাফেজ মাঈনুদ্দিন হামিদ খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ¦ মাঈনুদ্দিন খাজা। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন, সাংবাদিক জালাল মিয়া, ফাউন্ডেশনের চট্রগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক লায়ন এসএম ওসমান সারওয়ার,চীফ কো অর্ডিনেটর প্রকৌশলী জামাল হোসেন জাকির, ব্রাহ্মণবাড়িয়া জেলা চেম্বারের পরিচালক আবদুল মালেক, আয়কর উপদেষ্টা হুমায়ূন কবীর প্রমুখ। সাংগঠনিক সম্পাদক সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি নূর মোহাম্মদ হাজারী, আরিফ ইফতেখার শাকিল, শিক্ষানবীশ আইনজীবি সুমাইয়া শিমু, শাহআলম, মান্জু মেম্বার আরিফুল হক জুয়েল, ফাহিম মুনতাসির, জিসান প্রমুখ। সভায় লাভ বাংলাদেশের জেলা শাখার সাংগঠনিক কমিটি এবং কার্যক্রম গতিশীল করার আহবান জানান হয়।
আপনার মন্তব্য লিখুন