ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ , ২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
প্রতিবেদক :’তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসনের সহায়তায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান।
সনাক জেলা সভাপতি প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সনাক সহ-সভাপতি আবদুন নুর, সনাক সদস্য মোহাম্মদ আরজু প্রমূখ। মেলায় সরকারি ও বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৩টি স্টল স্থান পায়। মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভীড় জমে।
আপনার মন্তব্য লিখুন