কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসম্মেলন : আসছেন আল্লামা আহমদ শফি
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসংবাদদাতা : আগামী ২৭ ফেব্রুয়ারী কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় খতমে নবুওয়াত মহাসম্মেলন উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।এতে বক্তব্য রাখেন মাওলানা আশেকে এলাহি ইব্রাহীমী, আল্লামা মুফতি মোবারক উল্লাহ, আল্লামা শায়খ সাজিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম ও মুফতি আব্দুর রহিম কাসেমী।এ সময় আয়োজকরা তাদের বক্তব্যে বলেন, উক্ত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি ও হেফাজতের ইসলামের আমির শাহ্ আহমদ শফি। এছাড়াও দেশবরেণ্য আলেমগণ। তারা তাদের বক্তব্যে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে বিভিন্ন তথ্য ও যুক্তি তুলে ধরে সম্মেলন সফল হতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরে সম্মেলনের সফলতা কামনা ও দেশ, জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মী ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন