স্বপ্নের যাত্রা সংগঠনের উদ্যোগে মাস্ক বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ , ২৩ মার্চ ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের যাত্রা মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে ২৩ মার্চ সোমবার করোনা ভাইরাস প্রতিরোধে নাসিরনগরে বিভিন্ন সড়কে পথচারী রিকশাচালক ও শতাধিক সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন “স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের সদস্য জাবির আহমেদ, সাজ্জাদুর রহমান মেহেদি, পার্থ গোপ, দিলিপ দাস, রুবেল আহমেদ,শাকিল মিয়া প্রমুখ।
“স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের সভাপতি সায়মন ওবায়েদ শাকিল বলেন,আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য মানুষের এই দুঃসময়ে করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতার অংশ হিসেবে আমাদের সংগঠন সদস্যরা নিজ হাতে রিকশাচালক ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। আমাদের এই কার্যক্রম মাস ব্যাপী চলমান থাকবে বলে জানান তিনি।
আপনার মন্তব্য লিখুন