যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের জীবাণু নাশক স্প্রে প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ , ৩ মে ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল : যুব রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের স্বেচ্ছাসেবক বিশেষ টিমের মাধ্যমে ৩ মে রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৫০ শয্যা সদর হাসপাতালে জীবানু নাশক স্প্রে প্রদান করা হয়। এসময় স্প্রে করেন ইউনিটের উপযুব প্রধান -২ প্রসন্ন দাস,স্বেচ্ছাসেবী -আফরিন ফাতেমা জুই।
এই সময় স্বেচ্ছাসেবক বিশেষ টিম হাসপালের বিভিন্ন জায়গা ঘুরে স্প্রে করেন। পরে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন এর কাছে জীবাণুনাশক ব্লিচি পাউডার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপযুব প্রধান -১ সাহিদুল ইসলাম অপু, প্রশিক্ষক ও জনসংযোগ পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল।
ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ফয়সাল উদ্দিন ভূইয়া জানান, সদর হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে আমাদের স্বেচ্ছাসেবী বিশেষ টিম দীর্ঘ দিন জীবাণু নাশক স্প্রে প্রদান করেছেন। আজকেই আমাদের স্প্রে প্রদানের শেষ দিন ছিল। জাতীয় নিদর্শনা না আসা পর্যন্ত আমাদের জীবাণু নাশক স্প্রে কার্যক্রম আপাতত বন্ধ থাকবেন।
আপনার মন্তব্য লিখুন