মজিদ-নাহার ফাউন্ডেশন ৪শতাধিক লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ , ৯ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়ার মজিদ-নাহার ফাউন্ডেশন ৪’শ অসহায়-দরিদ্র ও কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। প্রেসক্লাব সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহাজাদার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু। খাদ্য সামগ্রী বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম, ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ এম জাকারিয়া, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহিন, সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদের সাধারন সম্পাদক আশিকুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটু প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের উদ্যোগে গত মাসেও একশো পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। এই ফাউন্ডেশন দীর্ঘ কয়েকবছর ধরে জেলায় অসহায় দরিদ্র মানুষের কল্যানে কাজ করছে।
আপনার মন্তব্য লিখুন