বিভিন্ন পেশাজীবী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ , ১৭ মে ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
প্রতিনিধি: করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন পেশাজীবী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। আজ রবিবার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সামাজিক দুরুত্ব বজায় রেখে ১ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সহায়ত পৌছে দেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিটি পরিবারের কাছে ১০ কেজি চাল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, সহকারী কমিশনার ভূমি এবিএম মশিউজ্জামানসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির পক্ষ থেকে জেলার ৯ টি উপজেলার কর্মহীনদের সহায়তার জন্য ৯ লাখ টাকার একটি চেক জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
আপনার মন্তব্য লিখুন