লকডাউন শিথিল হলেও করোনার থাবা বিস্তৃত স্বাস্থ্যবিধি মানতে হবে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ , ২ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সায়মন ওবায়েদ শাকিল : করোনায় বাঁচা মরার রণাঙ্গন এখন গোটা বিশ্ব। ঘরে বাইরে সর্বত্রই আতংকিত ভয়ার্ত সাধারণ মানুষ ।এই সংকটময় সময়ে সম্মানিত চিকিৎসক সমাজ মানুষের জীবন বাঁচানোর সেবাব্রতে মরণপণ লড়াইয়ে অগ্রণী যোদ্ধা হয়ে নিবেদিতভাবে ভূমিকা রাখছেন। করোনা থেকে রক্ষা পেতে সবচেয়ে বড় শক্তি হলো বেঁচে থাকার অবলম্বন, আস্থা আশ্রয়, সেবা , মানসিক শক্তি এবং সাহস।ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক সহ সবাইকে সেই সাহস শক্তি এবং প্রেরণা দেয়ার অনন্য লড়াকু অধিনায়ক চিকিৎসাসেবায় ব্রাহ্মণবাড়িয়ার কিংবদন্তী ব্যক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান. বিএমএ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক, স্বাচিপের সভাপতি শ্রদ্ধেয় ডাঃ মোঃ আবু সাঈদ মহোদয়। এই সংকটে তিনি মানুষের জন্য নিজের ধ্যান জ্ঞান মন সবকিছুই উজার করে দিয়েছেন। শত ব্যস্ততার মাঝে ১ লা জুন ২০২০ আন্তরিক আলাপচারিতায় তিনি বলেন, লকডাউন শিথিল হলেও করোনার থাবা বিস্তৃত । সংকটময় এ পরিস্থিতির ভয়াবহতা রোধে সকলকে সচেতন সর্তক হয়ে স্বাস্থ্যবিধি যথাযথ মনে চলার উদাত্ত আহবান জানান। এছাড়া তিনি সকল চিকিৎসকদের সেবাকাজে সকলকে যথাযথ সহযোগিতা, করোনা আক্রান্ত রোগীদের উপেক্ষা না করে সামাজিক মানবিক আচরণ করার উপর গুরুত্বারোপ করেন।
মানবসেবার মহান পেশার এই চিকিৎসকদের সেবাকাজের কোন বিনিময় নেই, তাঁদের প্রতি মনে শুধু প্রগাঢ় শ্রদ্ধা। বর্তমানের এ সংকট একসময় হয়তো কেটে যাবে , দুঃসময় শেষে আসবে নতুনসময় , নতুন বছর, নতুন যুগ । গতিময় হবে আবারও পৃথিবীর সব কিছু সব কিছু ,তখন স্মারক ইতিহাস হয়ে হয়ে থাকবে বর্তমান সময়ের সাহসী বীর যোদ্ধা চিকিৎসক সমাজের গৌরবোজ্জ্বল সেবামনস্কতার ভূমিকা। করোনা প্রতিরোধের অগ্রণী অন্যতম অধিনায়ক ডাঃ মোঃ আবু সাঈদ মহোদয় সহ সকল বীর যোদ্ধা চিকিৎসকদের প্রতি থাকবে নবপ্রজন্মের শ্রদ্ধাঞ্জলি। আন্তরিক সাক্ষাতের মাহেন্দ্রক্ষণে ছিলেন বরেণ্য সেবা সংগঠক রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মেসবাহউদ্দিন ইকো ,নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন।
আপনার মন্তব্য লিখুন