একদিনে দেশে করোনায় সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ , ৯ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেপ্রতিবেদকঃ দেশে ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ৯ জুন স্বাস্ত্য অধিদপ্তরের সূত্র জানায় ,গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আরো ৩ হাজার ১৭১ জনে। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৬৭৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৪৫ জন করোনা রোগি মারা গেছেন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৯৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি সকলেকে ঘরে থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
আপনার মন্তব্য লিখুন