পথিক টিভির উদ্যোগে সাংবাদিকদের মান উন্নয়নে বুনিয়াদী প্রশিক্ষণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ , ১৬ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ডেস্ক রিপোর্ট : দর্শকপ্রিয় হয়ে উঠেছে আইপি চ্যানেল পথিক টেলিভিশন। সংবাদ,টকশো ও বিনোদনের বিভিন্ন বিষয় সমপ্রচারের মাধ্যমে দেশ ছাড়িয়ে বাংলা ভাষাভাষি প্রবাসীদের কাছেও গ্রহনযোগ্যতা অর্জন করেছে পথিক টিভি সফরতার ৫ম বর্ষে প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষনে এসব কথা বলেন বক্তারা। আইপি চ্যানেল পথিকটিভির উদ্যোগে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষন শীর্ষক পথিকটিভির প্রতিনিধিদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোডস্থ ভূইয়া ম্যানশনের চতুর্থ তলায় অবস্থিত গ্রেন্ড এ মালেক কনভেনশন হলে প্রতিনিধি সম্মেলনে বক্তরা এ কথা বলেন। ১৫ জুন সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ০৩টা পর্যন্ত এ সম্মেলনে পথিকটিভির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ লিটন হোসাইন জিহাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পথিকটিভির চেয়ারম্যান প্রভাষক রাবেয়া জাহান তিন্নি। পথিকটিভির সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষন শীর্ষক সম্মেলনে প্রশিক্ষক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিটিভির জেলা প্রতিনিধি মুহাম্মদ আরজু, সিনিয়র সহ-সভাপতি বাংলা টিভির জেলা প্রতিনিধি আল আমিন শাহীন, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রির্পোটার রিয়াজউদ্দিন জামি, জিটিভির জেলা প্রতিনিধি মুহাম্মদ জহির রায়হান, যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম।অন্যান্যের মধ্যে ছিলেন রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এড. মেসবাহ উদ্দিন ইকো, এ মালেক গ্রুপ এর চেয়ারম্যান আব্দুল মালেক, মাসিক তিতাস বার্তার সম্পাদক এম এ মতিন শানু ।প্রশিক্ষক সহ অতিথিবৃন্দ বলেন অতীতে সাংবাদিকদের জন্য এমন প্রশিক্ষণ ব্যবস্থা ছিলনা। এখন ইন্টারনেটের ফলে যোগাযোগ মাধ্যম সহজ হয়েছে ,ঘরে বসে খবরা খবর পাওয়া যায়। তাই সাংবাদিকদের মান্ উন্নয়নের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষন শীর্ষক সম্মেলন শেষে সাংবাদিকদের পথিকটিভির পক্ষ থেকে সনদ ও পরিচয় পত্র প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন