সরাইলে কাজী ইমামদের সাথে মতবিনিময় সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ , ২১ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেপ্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়য়নের অর্থায়নে, বাংলাদেশ সরকার মন্ত্রি পরিষদ বিভাগের অংশিদারিত্বে, ব্রিটিশ কাউন্সিল প্লাটফর্মস ফর ডায়ালগ প্রকল্পের বাস্তবায়নে দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির সহায়তায় অনুষ্ঠিত হয়েছে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা। স্থানীয় কাজী, ইমাম, ঘটক, জনপ্রতিনিধি ও সমাজের সুশিল সমাজের লোকজনের অংশ গ্রহনে রোববার দেওড়ায় মিতালীর কার্যালয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। মিতালীর সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান বুলবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মিতালীর সভাপতি ও সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান বাবুল, ইউপি সদস্য মিছির মিয়া, সুভাষ চৌধুরী, নিকাহ নিবন্ধনকারী মাওলানা আমিনুল ইসলাম, সহকারি শিক্ষক মো. হামিদুল ইসলাম, প্রণয় ভৌমিক, ইমাম হাফেজ মো. রাকিবুল হক, ব্যবসায়ি মো. নাছির মিয়া ও পল্লী চিকিৎসক সারোয়ার আহমেদ চৌধুরী। বক্তারা স্থানীয় পর্যায়ে মোল্লা বিয়ে, এফিডেভিট ও নোটারী পাবলিক নামক কৌশলকে পরিহার করে বাল্যবিয়েকে না বলার ঘোষণা দিয়েছেন। ওয়াজ মাহফিল, সামাজিক আচার অনুষ্ঠানে, জুমআর নামাজের খুতবার আগের আলোচনায় ও শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানে বাল্যবিয়ের কুফল গুলো আলোচনার প্রস্তাব দেন। সামাজিক সকল প্রকল্প বাস্তবায়নে ব্রিটিশ কাউন্সিল ও মিতালীকে সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা।
আপনার মন্তব্য লিখুন