ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কর্মকর্তাদের সঙ্গে চাঁদপুর প্রেসক্লাব কর্মকর্তাদের মতবিনিময়
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ , ২১ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কর্মকর্তাদের সঙ্গে চাঁদপুর প্রেসক্লাব কর্মকর্তাদের সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় হয়েছে। এসময় দু-জেলার সাংবাদিকরা পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন এরমাধ্যমেই সাংবাদিকদের নানা সমস্যা দূরীকরন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে । শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলামের নেতৃত্বে ক্লাবের সদস্যগন চাঁদপুর প্রেসক্লাবে পৌছলে তাদেরকে ফুল দিয়ে বরন করে নেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সুত্রধর। পরে মতবিনিময় সভা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু,সাবেক সাধারন সম্পাদক মো: সাদেকুর রহমান,সাবেক সহকারী সম্পাদক জাবেদ রহিম বিজন,প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মোশাররফ হোসেন বেলাল,কার্যকরী সদস্য মজিবুর রহমান খান ও সাংবাদিক খন্দকার শফিকুল আলম স্বপন। চাঁদপুর প্রেসক্লাব কর্মকর্তাদের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন ও সাবেক সভাপতি কাজী শাহাদাত।
আপনার মন্তব্য লিখুন