নৌকা ভাসে ——-সামি আহমেদ প্রান্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ , ১৪ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নদীর কুলে নৌকা ভাসে
দেখতে লাগে বেশ
বাউলা সুরে গান করিয়া
পাগল করে দেশ।
নৌকার মাঝে পাল তুলিয়া
মাঝি গান গায়
যেতে আমার ইচ্ছে হয়
আমার ছোট্ট গাঁয়।
হাজার রকম সুরে আমি
কণ্ঠে তুলি গান
সবাই যেনো জানতে পারে
বাংলা আমার প্রাণ।
নদীর মাঝে থাকি আমি
নদীর মাঝে ঠাঁই
সকলের ভালোবাসা টুকু
আমি যেনো পাই।
আপনার মন্তব্য লিখুন