ট্রাকের চাপায় প্রান হারালো শিশু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সংবাদদাতাঃ আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে ট্রাকচাপায় হাসান নামে (০৮) বছরের এক শিশু নিহত হয়েছে।
স্থানীয়দের জিজ্ঞেস করে জানা যায় নিহত হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় দুলাল মিয়ার ছেলে। তারা রেলওয়ে কলোনির উচ্ছেদ অভিযানের পর নারায়নপুর আখাউড়া-আগরতলা সড়কের পাশে অস্থায়ী ভাবে বসবাস করছেন। রবিবার দুপুরে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ এর সামনে ট্রাকচাপায় গুরুতর আহত হলে হাসানকে উদ্ধার করে স্থানীয় লোকজন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতলে নেওয়ার পথে কিছুক্ষণের মধ্যেই হাসান মৃত্যুবরণ করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান খবর পেয়ে পুলিশ ট্রাক জব্দ করা হয়েছে তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। শিশুর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রয়েছে বলে তিনি জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন