অকাল প্রেম–শেখ সাদী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ , ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেঅকালের প্রেম বিধায় দিয়েছো নির্বাসন
নিদারুণ নিদাঘে অশোভিত হলে অপরুপা,
উদ্বিগ্ন এ মন, বষন্ত আসিবে করি এ আকিঞ্চন
ফেরা যৌবনে বষন্তের রঙিন ফুলে বাঁধিয়ো খোঁপা।
উদ্বিগ্ন এ মন, বষন্ত আসিবে করি এ আকিঞ্চন
ফেরা যৌবনে বষন্তের রঙিন ফুলে বাঁধিয়ো খোঁপা।
বর্ষা এসেছে বুঝি নদীর বুকে ডিঙির খেলা
নিঃশব্দে কেটে যায় তীরে বসেই তিনবেলা,
কবে আসবে বষন্ত আমি ছুটবো দূর দিগন্ত
আমায় প্রতীক্ষা ছুড়ে দেয় শরৎ, হেমন্ত।
শহেশী মিলে কেটেছে যেন সুদীর্ঘকাল
ফুলেল সুবাস, বৃক্ষের নবপল্লবে আলোর প্রতিফলন,
বষন্তের আগমনে তোমার যৌবনে হবো মাতাল
মুছে দাও কালের দায় রাঙিয়ে তুলো যৌবন।
আপনার মন্তব্য লিখুন