তুমি আমার —ওমর ফারুক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ , ২১ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেতুমি আমার চাঁদের আলো
রাতের জোনাকি তাঁরা।
তোমায় পেয়ে ধন্য জীবন
তাইতো তোমারি নামে,
লিখে যায় বার বার
কবিতা ছন্দ ছড়া।
মনের মন্দিরে আছো তুমি
রাজকুমারীর সাঁজ সেজে,
মায়ার বাধন দুজনই
কত যে সপ্ন জাগে মনে।
মায়াবতী কবিতার রানী
তুমি যে তিতাসের বিলের
টলমল জলের শাপলা ফুল,
চাঁদের আলো তুমি যে আমার
মনের বাগানের ফুটন্ত ফুল।
আপনার মন্তব্য লিখুন