বাস্তব জীবন–কাজী কাউছার
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ , ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেলিখতে গেলে হয়না লিখা
আমার মনের কবিতা
ঘোরে ফিরে গল্প করে
চলে যায় সময় টা,
ঘুমের ঘরে স্বপ্নে আমার
অনেক কিছুর দেখা পাই
ঘুম ভাঙ্গিলে সময় কাটায়
আল্লাহর উপর ভরসায়,
জীবন চলে আশায় আশায়
স্বপ্ন দেখি বড়
জীবন কারো থামবে না
ভাই সবাই আশা কর,
সৎ থাকিতে চাই যে
আমি সত্যের সন্ধ্যান চাই
সৎ কাজে বাঁধা হয়ে
অসৎ লোক দাঁড়ায়।
আপনার মন্তব্য লিখুন