সেরা লেখক হিসেবে শারদ সম্মাননা পেয়েছেন নতুনমাত্রার সম্পাদক আল আমীন শাহীন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ , ২৬ অক্টোবর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
শারদীয় নবপত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তিতে শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠানে
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহবান
দীপ্ত ঘোষ : শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিবছর প্রকাশিত হচ্ছে প্রসন্ন দাস সম্পাদিত “শারদীয় নবপত্রিকা”। এই পত্রিকাটির প্রকাশনার ৬ষ্ঠ বর্ষপূর্তিতে শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান ২৬ অক্টোবর সোমবার পূর্ব পাইকপাড়াস্থ ঐক্যতান যুব সংঘের পূজা মন্ডপে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে পত্রিকাটির শুরু থেকে পৃষ্ঠপোষকতার জন্য শহর সার্বজনীন পূজা কমিটির সভাপতি , বিশিস্ট আয়কর উপদেষ্টা পরিমল চন্দ্র রায়, সেরা লেখক হিসেবে নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন এবং ৬ বছরে সেরা পূজা মন্ডপ হিসেবে ঐক্যতান যুব সংঘকে শারদ সম্মাননা প্রদান করা হয়েছে।
সাংস্কৃতিক সংগঠক সুদীপ্ত সাহা মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারদীয় নবপত্রিকার সম্পাদক প্রসন্ন দাস। ঐক্যতানের সহ সভাপতি পার্র্থ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিমল চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন আল আমীন শাহীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর কিংকর ঘোষ, মাছরাঙ্গার ডিজাইনার জনি মল্লিক ,আরটিভির প্রোগ্রাম বিভাগের প্রসেনজিৎ, ঐক্যতানের অন্যান্যের মধ্যে ছিলেন সহ সভাপতি ভুট্টু সাহা, সাধারণ সম্পাদক লিটন সাহা সহ তাপশ রায়, লুটন সাহা, বদন সাহা,সুচয়ন তলাপাত্র,অখিল সাহা,কিশোর সাহা, পিন্টু নাথ,প্রশান্ত সাহা, সজীব দাস প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন