উদাসী দৃষ্টি–শিবলু চক্রবর্তী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ , ১২ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
হে মহা স্পন্ধন , ধরিত্রীর বুক চিরে রেখেছো সভ্যতা বিকাশের বিকিরণ অগনন ।
নির্লজ্জ আস্ফালন সমর্পিত সম্পর্কের লোহার শিকে সাঁড়াশি কামড়।
অগুনতি হৃদয়ের তপস্যা নিভৃতে জানায় আমন্ত্রণ,
যদিও রাঙাঠোঁট রঙ বদলায় রঙ বেরঙে।
অস্থির চঞ্চল তামাটে ভাবনা জাগতিক বিছানায় অঙ্কশায়িনি ক্ষণিকের ।
চলন্ত চোখে ক্ষুধাতুর জ্বলন্ত দৃষ্টি উদাসী দুপুরে ট্রেনের শব্দে শিকল ছিড়ে পালাবার মতলব।
বুক ফেটে যায় তিতাসায়,
অশ্রুজল চিবুক ভিজিয়ে আশার আলো জ্বালায়।
পথিক কবন্ধের ছায়ায় দুয়ারে ফেরায়,
নিশিন্দা প্রাণে হাতুড়ি পিটিয়ে জানান দেয় সময় চলে যায়।
ঘড়ির ঘন্টাকে পিছনে রেখে ক্লান্ত ওরা ঝরা বকুলের নেশায় ঘুম চোখে ছুট লাগায়,
কেউ আর খোঁজ রাখেনা।
প্রয়োজন শেষে জঞ্জাল ভেবে আস্তাকুড়ে,
উড়ার ইচ্ছা ভাঙ্গা ডানায় ছটফট করে আহত মহাজীবন।
মারণের ক্রান্তি লগ্নে সময়ের সমুদ্রে সাঁতার কাটছি কিন্তু
একমুহূর্ত সময় নেই একমুঠো বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার।
আপনার মন্তব্য লিখুন