শাপলা–সামি আহমেদ প্রান্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেনদীর মাঝে ফুল থাকে
শাপলা তাহার নাম
নদীর মাঝে ভেসে চলে
তাহার অনেক দাম।
শাপলা ফুলের ঝলক দেখতে
মানুষ করে ভীর
শাপলা ফুল ফুটে থাকে
সেই নদীর তীর।
সবাই মিলে শাপলা ফুলের
পাশে তুলে ছবি
শাপলা নিয়ে ভাবের কথা
লিখে অনেক কবি।
শাপলা ফুল দেখতে যেন
আহা কি সুন্দর
দুই নয়নে দেখিলে তা
জুড়াইয়া যায় অন্তর।
শাপলা বাংলার জাতীয় ফুল
দেখতে চমৎকার
বাংলার নদীর মাঝে শাপলা
থাকা যে দরকার।
আপনার মন্তব্য লিখুন