একজন নির্যাতিত স্ত্রী–নুর মোহাম্মদ মেহেদী
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ , ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেতুমি প্রতি দিন কেন আমাকে মারো?
তোমাকে মানসিক তৃপ্তি দি তো আমি।
তোমাকে শারীরিক তৃপ্তি দি তো আমি।
তোমাকে ব্যভিচারের জঘন্য কাজ থেকে বাচাই তো আমি।
তোমার পোশাক কেচে দি তো আমি।
তোমাকে রান্না করে খাওয়ায় তো আমি।
তোমার ঘর সাজিয়ে রাখি তো আমি।
তোমার ঘর পরিস্কার রাখি তো আমি
তোমার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করি তো আমি।
তোমার ছেলে মেয়ের প্রাথমিক শিক্ষা দি তো আমি।
তোমার অসুস্থতার সময় পাশে থাকি তো আমি।
তোমার বিপদের সময় সান্তনা দি তো আমি।
তাহলে প্রতি দিন যৌতুকের টাকা চেয়ে
আমাকে কুকুরের মতো মারো কেন?
❐..আপনি, আমি এবং আমরা সবাই একসাথে না চাইলে এই কান্না কখনোই থামবে না।।।
আপনার মন্তব্য লিখুন