ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ২ কোটি টাকার মাদক ধ্বংস
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ , ২২ জুলাই ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেসংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ বলেছেন, মাদক সমাজ ও দেশের শত্রু। মাদক ও জঙ্গীবাদ মুক্ত দেশ গড়তে সরকার সর্বোচ্চ স্থান থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়াকে মাদক মুক্ত জেলা গঠন করতে আইন শৃংখলা বাহিনীসহ আমরা একাযোগে কাজ করে যাচ্ছি। সোমবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রায় পৌনে ২ কোটি টাকার নিষ্পত্তিকৃত ৩৪৩টি মামলার বিভিন্ন মাদক ধ্বংস কালে তিনি এসব কথা বলেন। মাদক ধ্বংসকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আলামত ধ্বংসের চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোঃ সরওয়ার আলম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জ্যাকী আল ফারাবী, জাহিদ হোসাইন, তারান্নুম রাহাত, আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম ও মালখানার দায়িত্ব প্রাপ্ত অফিসারসহ আদালতের অন্যন্যা কর্মকর্তা কর্মচারীগণ। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে গাঁজা ৭৪৪ কেজি ৮ শত গ্রাম, ইয়াবা ট্যাবলেট ২৬ হাজার ১৭১ টি, ফেন্সিডিল ২৫৪ বোতল, স্কফ সিরাপ ৫১৩ বোতল, বিদেশী মদ ১৭৩ বোতল, চোলাই মদ ৩২৭ লিটার।
আপনার মন্তব্য লিখুন