করোনায় আক্রান্ত সংখ্যা ৩৮শ ছাড়ালো ।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ , ২৫ মে ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ০৮ জন সহ জেলায় নতুন ৩০ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৮২১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩৪৬৫ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। সর্বশেষ জেলায় ৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৩৪০ টি রিপোর্টে নতুন আরও ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ০৮ জন, সরাইল উপজেলায় ০১ জন, নবীনগর উপজেলায় ০১ জন, আখাউড়া উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উলজেলায় ০৫ জন ও বিজয়নগর উপজেলায় ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। সর্বশেষ জেলায় ৩৮২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৬৬২ জন, আখাউড়া উপজেলায় ২৭৪ জন, বিজয়নগর উপজেলায় ১১৯ জন, নাসিরনগর ১৩২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২০ জন, নবীনগর উপজেলায় ৫০৭ জন, সরাইল উপজেলায় ১৯৫ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৪৫ জন ও কসবা উপজেলায় ৩৬৭ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ জেলায় ৩৪৬৫ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৫৪৫ জন, আখাউড়া উপজেলায় ২২৩ জন, বিজয়নগর উপজেলায় ৯৮ জন, নাসিরনগর উপজেলায় ১২৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৯১ জন, নবীনগর উপজেলায় ৪৭৬ জন, সরাইল উপজেলায় ১৪৯ জন, আশুগঞ্জ উপজেলায় ৩২২ জন ও কসবা উপজেলায় ৩৩৬ জন সুস্থ হয়েছে। সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ১৯ জন, আখাউড়া উপজেলায় ১১ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৩ জন, সরাইল উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ০২ জন ও কসবা উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮৩৫৬৬ জন। এখন পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬৮৪২৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫৫৮৬ জন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৩৮২১ জন আক্রান্তের মধ্যে ৩৪৬৫ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩১৯ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ২৬৮ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ০৯ জন রোগী। এখন পর্যন্ত জেলায় ৩২৯২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৩২৮২৬ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৩৮২১ জন আক্রান্ত হয়েছে৷
আপনার মন্তব্য লিখুন