চুরি যাওয়া সেই শিশু উদ্ধার।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , ৬ জুন ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেপ্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া ৪৭দিনের সেই শিশু ওবায়েদ সরকারকে পাওয়া গেছে।
রবিবার (৬ জুন) সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হালদারপাড়ার একটি সড়কের পাশ থেকে এক কলেজ ছাত্রী শিশুটিকে পেয়ে সদর মডেল থানায় নিয়ে আসে। এর আগে রবিবার দুপুর আড়াইটার দিকে নবীনগর উপজেলার সদরের আহমদ মেডিকেল হাসপাতালে থেকে শিশুটি চুরি হয়। নবজাতক ওবায়েদ উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে।উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, বিকেলে শিশুটিকে জেলা শহরের হালদারপাড়ার একটি সড়কের পাশে পড়ে থাকতে দেখে নুরজাহান নামের এক কলেজ ছাত্রী তাকে উদ্ধার করে। শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, শিশুটিকে কোলে নিয়ে বেসরকারি হাসপাতালটিতে তার মা সাবিনা আক্তার একা চিকিৎসার জন্য আসেন। সেখানে চিকিৎসক সাবিনা আক্তারকে আল্ট্রাসনোগ্রাফি করাতে পরামর্শ দেন। হাসপাতালে আল্ট্রসনোগ্রাফি কক্ষে ঢুকার আগে সাবিনা আক্তার তার নবজাতকে পাশে বসা এক অপরিচিত নারীর কোলে দিয়ে যান। আল্ট্রাসনোগ্রাফি কক্ষ থেকে বের হয়ে দেখেন নবজাতক শিশুসহ অপরিচিত নারীটি উধাও হয়ে যায়। শিশুটি জেলা সদরে উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি।
আপনার মন্তব্য লিখুন