নারী শিক্ষা এবং স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সভা।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ , ১৫ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
স্মৃতি সবুর ॥ ব্রাহ্মণবাড়িয়ায় নারী শিক্ষা এবং স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক এক সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। শহরের টেংকের পাড় দি ডক্টর কেয়ার জেনারেল হাসপাতালের মিলনায়তনে রোটারী ক্লাব অব এ্যারোমা এবং দি ব্লু স্কাই চেরিট্যাবল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টও কেয়ার জেনারেল হাসপাতালের এম ডি ,গাইনী বিশেষজ্ঞ ডাক্তার রহিমা খাতুন শেফালী। কর বিভাগের ঢাকা ১১ অঞ্চলের অতিরিক্ত কমিশনার, রোটারী ক্লাব অব এ্যারোমা ঢাকার সভাপতি ও দি ব্লু স্কাই চেরিট্যাবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আয়েশা সিদ্দিকা শেলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রোটারী ক্লাব অব এ্যারোমা ঢাকা এর সাধারণ সম্পাদক ডাক্তার রেজিনা খাতুন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুলতানা রাজিয়া, ডাক্তার কাজী শান্তনু সায়হাম অর্ণব, এনটিভির স্টাফ রিপোর্টার শিহাবউদ্দিন বিপু। সাংবাদিক আল আমীন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাসিক অরণোদয়ের সম্পাদক রোটারী ক্লাব অব এ্যারোমা ঢাকার সভাপতি ডাঃ রেজিনা খাতুন, স্মৃতি সবুরের উপস্থাপনায় মানবতার সেবার আহবান ও নারী উন্নয়নে আহবান জানিয়ে কবিতা আবৃত্তি করেন মাহবুবা জামান ডেন্সি। সভায় প্রধান অতিথি আয়েশা সিদ্দিকা শেলী বলেন, নারীদেও উন্নয়ে একযোগে কাজ করার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ ৭ জন ছাত্রীর মাঝে ৫ হাজার টাকা করে এককালীন বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় চিকিৎসকসহ সূধীজন উপস্থিত ছিলেন। নর জন্য স্বাস্থ্য সচেতনা জরুরী। তিনি বলেন স্তন ক্যান্সারে নারীদেও মৃত্যু ভয় এখন নেই , সঠিক সময়ে রোগ নিরূপন হলে চিকিৎসা সেবায় মৃত্যু রোধ সম্ভব । তিনি এ ব্যাপাওে সকলকে সচেতন ভূমিকা রাখার আহবান জানান। নারী শিক্ষার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন প্রতিটি নারী শিশূর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষা এবং সেবাকাজে তিনি সকল মহলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে বক্তারা উন্নত ও অগ্রগামী দেশ ও সমাজ গঠনে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং স্তন ক্যান্সার রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে সকলকে উৎসাহিত করেন।
আপনার মন্তব্য লিখুন