বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ বছরের শিশুর মৃত্যু।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ , ২০ জুন ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
প্রতিবেদক: জেলার নাসিরনগরে ওয়ার্কসপের বিদ্যুতের তারের সাথে স্পৃষ্ট হয়ে মো. ইফরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১৯ জুন) বিকেলে ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেন চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের (পুলিশ পরিদর্শক) কাঞ্চন কুমার সিংহ।এর আগে শুক্রবার বিকেলে উপজেলার গোরালনগর ইউনিয়নের দক্ষিনদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত শিশুটি গোয়ালনগর গ্রামের ব্যবসায়ী কাউসার মিয়ের ছেলে। ইফরান দক্ষিনদিয়া প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন।
জানা যায়, উপজেলার মেঘনা নদীর পাড়ের একটি ওয়ার্কসপের পাশে শুক্রবার বিকেলে খেলাধুলা করছিল শিশু ইফরান। প্রতিদিনের মত আজকেও মেঘনা নদীর পাশে অবস্থিত একটি বিদুৎতিক খুটি থেকে ওয়ার্কসপ পর্যন্ত একটি তার ঝুঁলতে তাকে। ওই তার ধরলে শিশু ইফরান বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে শিশুটি হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
নিহত ইফরানের চাচাতো ভাই তারেক বলেন, রাস্তার পাশের বিদ্যুৎতিক তার স্পর্শ করে মাটিতে পড়ে যায় শিশু ইফরান। পরে হাসাপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওয়ার্কসপের বিদ্যুৎতিক তার যদি রাস্তায় ঝুলে না থাকতো তাহলে এ দুর্ঘটনা ঘটতো না। ওই ওয়ার্কসপের দায়িত্বহীনতার কারনে ইফরান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, আজ সকালে ইরফানের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটি তদন্ত চলছে।
আপনার মন্তব্য লিখুন