ভুলটা হয়ে গেলে নিজেকে মাফ করতে পারতাম না– কাজী সোহানা সুলতানা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ , ২৪ জুলাই ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেভেবেছিলাম লিখবো না। এখন মনে হচ্ছে লিখি। গত পরশু সকাল ১১ টায় মুখে নেকাব বাঁধা এক অভিভাবক স্কুলের ভিতর এসে দারোয়ান রুবেলের কাছে বাচ্চার নাম বলেছে ডেকে দেবার জন্য। রোল নং বলতে পারে নি। রুবেল যথারীতি খুঁজে না পেয়ে বসে থাকা সকল অভিভাবকের সামনে, বলেছে এই নামের কোন মেয়ে নেই।
আর যায় কোথায়, সব অভিভাবকেরা (মহিলা) মিলে মহিলাকে নেকাব,হিজাব ধরে টানাটানি শুরু করেছে, মহিলা অন্ত সত্তা, অল্পেই মাটিতে বসে পড়েছে। শব্দ শুনে সকল শিক্ষকরা মিলে মহিলা কে উদ্ধার করে অফিস কক্ষে বসায়। সত্যি মহিলার সন্তান এখানে পড়ে। অজ্ঞতার কারনে উত্তর দিতে পারছিল না। পরে উনার স্বামীকে ডেকে (সি এন জি ড্রাইভার) উনাকে এবং উনার মেয়েটাকে গাড়িতে তুলে দেয়। এই পুরো সময়টা আমি ব্যাংকে ছিলাম, বিদ্যালয়ের কাজে।
আমি ফিরে এসে আমার শিক্ষক আবসার স্যার, পারভীন, ফরিদা ওদের সবাই কে ধন্যবাদ জানাই।
পরের দিন অভিভাবকদের সাথে কথা বলি বিষয়টি নিয়ে।
আজ সকাল SMC সভাপতি সাহেব আবারও অভিভাবকদের সাথে এই বিষয়ে কথা বলেন।
রেনুর মত একটা দূর্ঘটনা আমার বিদ্যালয়ে ঘটে গেলে নিজেকে কখনই মাফ করতে পারতাম না।
আমার সকল শিক্ষকদের আবারও সম্মান জানাই তাদের সাহসী ভূমিকার জন্য।
আপনার মন্তব্য লিখুন